Wednesday 23 September 2020

মানসপূজা বা উপাসনা।

 


মানসপূজা বা উপাসনা। 

আমরা ঈশ্বরের কাছ থেকে যা পাই তাই দিয়ে ঈশ্বরের পুজো করে থাকি। মানস পুজো অর্থাৎ মনকে ঈশ্বরের পায়ে নিবেদন করা। উপাসনা কথাটার অর্থ হচ্ছে, ঈশ্বরের নিকট উপবেশন। আমরা ফুল, ফল, জল, প্রদীপ, গন্ধ, পাতা, যখন যাকিছু আমাদের হাতের কাছে থাকে, তাই দিয়ে আমরা ঈশ্বরের পুজো করে থাকি। আর সত্য হচ্ছে এগুলোর কোনোটাই আমরা সৃষ্টি করি না। তো যিনি যা দিয়েছেন, তাকে তাই নিবেদন করার মধ্যে আমাদের কৃতিত্ত্ব কোথায় ? এগুলো তো তাঁরই।  তাঁর জিনিস তার পায়ে নিবেদন করে  আত্মতৃপ্তি লাভ করে থাকি । আমাদের মাঝে মাঝে মনে হয়, এই নিবেদন একটা হাস্যস্কর ব্যাপার। কিন্তু সত্য হচ্ছে, ঈশ্বর যাকিছু আমাদের দেন, তা  যদি আমরা ঈশ্বরের জন্যই রেখে দেই, এবং নিজেকে শুদ্ধ বোধ করতে পারি, তবে, আমাদের সত্ত্বা প্রসারতা লাভ করতে পারে। তুমি যাকিছু  নিজের কাছে সরিয়ে রাখবে, তত তোমার মধ্যে ভয়, ও মনের সংকীর্নতা বৃদ্ধি  পাবে। আর ঠিক এই কারণেই, হিন্দুদের মধ্যে নিবেদন করবার একটা প্রথা  বহু পুরোনো যুগযুগ ধরে চলে আসছে।  আমাদের বাড়িতে একটা নতুন কিছু এলে, তা সে একটা গাছের ফল হোক, একটা জামা-কাপড় হোক, বা গাড়ি-ঘোড়া হোক, সবকিছুই আমরা ঈশ্বরকে নিবেদন করে তারপর আমরা ব্যবহার করে থাকি। এতে করে আমাদের মনে, একটা নিবেদনের শুদ্ধতা আসে, ত্যাগের ভিত্তিভূমি তৈরি হয়, এই অভ্যাস থেকে । এমনকি আমরা খেতে বসে, প্রথমে ঈশ্বরকে নিবেদন করে থাকি। এইসব প্রথার পিছনে লুকিয়ে আছে মহৎ চিন্তা। ক্ষুদ্র ক্ষুদ্র নিবেদন, কিন্তু হাজারবার নিবেদনের ফলে, তা সঞ্চিত হয়ে, বিরাট আকার ধারণ করতে পারে। ভক্তিপথের যারা পথিক, তারা দরিদ্র নারায়ণ সেবা, সাধুসেবা, ন্যাংটা সেবা, বালক ভোজন, ইত্যাদি নাম নানান অনুষ্ঠানের মাধ্যমে, ঈশ্বরের সঙ্গে নিজেকে যুক্ত করে নেন। 

কিন্তু  দ্রব্য দেন না হয়, বোঝা গেলো, মানস পুজো বা উপাসনা বলতে আমরা কি বুঝি ? মানস পুজো অর্থাৎ মনে মনে পুজো। আচার্য্য শংকরের একটা মানস পুজোর স্তুতি আছে।  





    

No comments:

Post a Comment