Saturday 18 November 2017



তুহি তুহি।তুহি তুহি।তুহি তুহি।তুহি তুহি। .............


তুমিই সব - তুমিই শব

তুমিই সব - তুমিই শব

তুমিই সব - তুমিই - তুমিই শব


১ তুমিই আত্মা - তুমিই অনাত্মা

২ তুমিই জীবাত্মা - তুমিই পরমাত্মা

৩ তুমিই অখণ্ড - তুমিই খণ্ড

৪ তুমিই ভান্ড - তুমিই ব্রহ্মান্ড

৫ তুমিই ভালো - তুমিই মন্দ

৬ তুমিই দয়া - তুমিই দন্ড

৭ তুমিই জ্ঞান - তুমিই অজ্ঞান

৮ তুমিই মান - তুমিই অপমান


৯ তুমিই জ্ঞাতা - তুমিই জ্ঞেয়

১০ তুমিই অসীম - তুমি অজ্ঞেয়

১১ তুমিই ক্ষেত্ৰ - তুমিই ক্ষেত্রজ্ঞ

১২ তুমিই অভিজ্ঞ - তুমিই অনভিজ্ঞ

১৩ তুমিই অধিকারী - তুমিই অনধিকারী

১৪ তুমিই ত্রিশূলধারী - তুমিই বংশীধারী

১৫ তুমিই গুরু - তুমিই শিষ্য

১৬ তুমিই দেবতা - তুমিই মনুষ্য




তুমিই সব ...... তুমিই শব




১৭ তুমিই শান্ত - তুমিই অশান্ত

১৮ তুমিই অন্ত - তুমিই অনন্ত

১৯ তুমিই ধীর - তুমিই অস্থির

২০ তুমিই গতি - তুমিই স্থীর

২১ তুমিই আনন্দ - তুমিই নিরানন্দ

২২ তুমিই হাসি - তুমিই কান্না

২৩ তুমিই কাছে - তুমিই দূরে

২৪ তুমিই ভিতরে - তুমিই বাহিরে




২৫ তুমিই জন্ম - তুমিই মৃত্যু

২৬ তুমিই নিত্য - তুমিই অনিত্য

২৭ তুমিই বৃহৎ - তুমিই ক্ষুদ্র

২৮ তুমিই ব্রাহ্মণ - তুমিই শুদ্র

২৯ তুমিই কর্ম - তুমিই কর্তা

৩০ তুমিই (কর্ম) ফলদাতা - তুমিই ফলভোক্তা

৩১ তুমি আমার - আমি তোমার

৩২ তুমি না কার - তুমি সবার


তুমিই।...... তুমিই। .............




৩৩ তুমিই পবিত্র - তুমিই অপবিত্র

৩৪ তুমিই অন্তর্হিত - তুমিই সর্বত্র

৩৫ তুমিই নিরাকার - তুমিই সাকার

৩৬ তুমিই মনুষ্য - তুমিই অবতার

৩৭ তুমিই জড় - তুমিই চৈতন্য

৩৮ তুমি তুলনারহিত - তুমি অনন্য

৩৯ তুমিই সাক্ষ - তুমিই সাক্ষী

৪০ তুমিই রক্ষক - তুমিই রক্ষী


৪১ তুমিই ভোক্তা - তুমিই ভোগ্য

৪২ তুমিই কর্তা - তুমিই কর্তব্য

৪৩ তুমিই মাতা - তুমিই পিতা

৪৪ তুমিই বনধু - তুমিই সখা

৪৫ তুমিই মরন - তুমিই জীবন

৪৬ তুমিই স্থুল - তুমিই কারন

৪৭ তুমিই জ্যান্ত - তুমিই মরা

৪৮ তুমিই যৌবন - তুমিই জ্বরা


তুমিই আমি - ন আমি।




৪৯ তুমিই ভক্তি - তুমিই ভক্ত

৫০ তুমিই আসক্তি - তুমিই আসক্ত

৫১ তুমিই দাতা - তুমিই গ্রহীতা

৫২ তুমিই ভীতিপ্রদ - তুমিই অভয়দাতা

৫৩ তুমিই বদ্ধন - তুমিই মুক্তি

৫৪ তুমিই শাক্ত - তুমিই শক্তি

৫৫ তুমিই বারি - তুমিই বুঁদবুঁদ

৫৬ তুমিই পাঁচকোষ - তুমিই পাঁচভূত


৫৭ তুমিই পুরুষ - তুমিই প্রকৃতি

৫৮ তুমিই মানব - তুমিই মানবী

৫৯ তোমাতেই সৃষ্টি - তোমাতেই লয়

৬০ তোমাতেই তুমি - তোমাতেই রয়

৬১ কোথায় জন্ম - কোথায় মৃত্যু

৬২ কোথায় মিথ্যে - কোথায় সত্যি

৬৩ তোমাতেই তুমি - তোমাতেই আমি

৬৪ তোমাকেই আমি - কোটি কোটি নমি




তুমিই আত্মা - তুমিই অনাত্মা

তুমিই জীবাত্মা - তুমিই পরমাত্মা


তুমিই সব - তুমিই শব

তুহি - তুহি - তুহি - তুহি।

















Monday 6 November 2017


তুমি সচ্চিদানন্দম - ৪

তুমি ন অগ্নি তুমি ন বায়ুম
তুমি ন পৃথ্বী  - তুমি ন জলম
তুমি সচ্চিদানন্দম ২

তুমি ন দেহ তুমি ন মনম
তুমি ন চিত্ত তুমি ন  বুদ্ধিম
তুমি সচ্চিদানন্দম ২

তুমি ন বিপ্র তুমি ন শুদ্রম
তুমি ন ধর্ম তুমি ন অধর্মম
তুমি সচ্চিদানন্দম ২

তুমি ন বন্ধ তুমি ন মুক্তম
তুমি ন ভোক্তা তুমি ন ভোক্তম
তুমি সচ্চিদানন্দম  ২

তুমি ন শুদ্ধ তুমি ন  বিশুদ্ধম
তুমি ন সুখং তুমি ন দুঃখম
তুমি সচ্চিদানন্দম  ২

তুমিই  - সাক্ষী, তুমিই  পূর্ণ
তুমিই  এক, তুমিই  শুন্য
তুমি অক্রিয়, তুমি নিঃস্পৃহ
তুমি অসঙ্গ, তুমিই  শান্তঃ

তুমি সচ্চিদানন্দম  ৪