Wednesday 21 February 2018

তুমি এসেছিলে



তুমি এসেছিলে

তুমি এসেছিলে মোর হৃদয় দুয়ারে
আমি দেখেও চিনতে পারিনি
তুমি জ্বেলেছিলে প্রদীপ আমার হৃদয়ে
আমি আলো সইতে পারিনি
তুমি বসেছিলে মোর হৃদয় মন্দিরে
আমি পূজাও করতে পারিনি
তুমি আবার এসো প্রভু মোর  অনুভবে
জাগিয়ে রেখে আমাকে
আমায় চেতন করো হে প্রভু
অজ্ঞানে না রেখো কভু
অনুভবে পাই যেন তোমাকে।

গানটা স্বতঃস্ফূর্ত ভাবে এসেছিলো।  নিজের কাছে প্রশ্ন ছিল "তুমি আবার এস প্রভু মোর অনুভবে"  এই অনুভব ব্যাপারটা কি ? যার মধ্যে ঈশ্বর আসতে পারেন।  আমার প্রভু আসতে 
পারেন ? অনুভব কাকে বলে ? আমরা অনুভব করি। কোনো কিছুর সঙ্গে একাত্ম হয়ে যাওয়াকেই অনুভব বলে।  এটি হয় চিত্তে। যার ভেতরে চেতনা প্রতিফলিত হয়, তাকে বলে চিত্ত। চিত্তের তরঙ্গই চিন্তা। অতএব ঈশ্বর প্রাপ্তি মানে চিন্তায় ঈশ্বরের অনুভূতি।  

No comments:

Post a Comment