সাফল্যের চাবি
গায়ত্রী ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র
ॐ त्रयम्बकं यजामहे सुगन्धिं पुस्टिबरधनं ।
ऊर्बारुक्मिब बन्धनान मृत्युर्मुक्षीय मामृतात।।
হে ভগবন, পার্বতীবল্লভে, আপনি ত্রিনেত্র ও সুগন্ধিযুক্ত। ভক্তদের আপনি পুষ্টি বর্ধন করেন। আমরা আপনার পূজা করি। কর্কটি (ফুটি) ফল পাকলে যেমন অনাসায়ে খসে পড়ে, তেমনি আমরা যেন মৃত্যুর পর সহজেই মুক্ত হই, মোক্ষ হতে যেন বিযুক্ত না হই।
ওঁং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্ ।
উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যুর্মুক্ষীয় মাঽমৃতাৎ।।হে ভগবন, পার্বতীবল্লভে, আপনি ত্রিনেত্র ও সুগন্ধিযুক্ত। ভক্তদের আপনি পুষ্টি বর্ধন করেন। আমরা আপনার পূজা করি। কর্কটি (ফুটি) ফল পাকলে যেমন অনাসায়ে খসে পড়ে, তেমনি আমরা যেন মৃত্যুর পর সহজেই মুক্ত হই, মোক্ষ হতে যেন বিযুক্ত না হই।
এই মন্ত্রের একটা বাঁধন আছে। সেই বাঁধন দিয়ে মন্ত্রটি হবে এই রকম।
মহা-মৃত্যুঞ্জয় মন্ত্র
ওঁং হৌং জূং স্বঃ ওঁং ভূর্ভূবঃ স্বাঃ
ওঁং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম।
উর্ব্বারুক্মিব বন্ধনান্ মৃত্যুর্মুক্ষীয় মাঽমৃতাৎ।।
ওম্ স্বাহা ভুবঃ ভূঃ ওম্ স্বঃ জূং হৌং ওঁং
ওম্ স্বাহা ভুবঃ ভূঃ ওম্ স্বঃ জূং হৌং ওঁং
গায়ত্রী মন্ত্র
ॐ भुर्भुब स्वः। ॐ ततसबिटुर बरेण्यं ।
भर्गो देबष्य धीमहि। धियो यो नः प्रोचोदयात ॐ ।।
ॐ भुर्भुब स्वः। ॐ ततसबिटुर बरेण्यं ।
भर्गो देबष्य धीमहि। धियो यो नः प्रोचोदयात ॐ ।।
ওঁং ভূর্ভুবঃ স্বঃ। তৎসবিতুর্বরেন্যং।
ভর্গো দেবস্য ধীমহি।
ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ ।
হে (ভূঃ-ভূবঃ-স্বঃ) ত্রিলোকেশ্বর ! সবিতাদেবের পরব্রহ্মাত্মক সেই বরণীয় তেজকে আমরা ধ্যান করি। সেই সবিতা আমাদের বুদ্ধি-বৃত্তিকে প্রেরিত করুন।
এই মন্ত্রেরও একটা বাঁধন আছে। সেই বাঁধন দিয়ে মন্ত্রটি হবে এই রকম।
ওঁং ভূর্ভুবঃ স্বঃ। ওঁং তৎসবিতুর্বরেন্যং।
ভর্গো দেবস্য ধীমহি। ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ ওঁং।
ভোরবেলা সূর্যোদয়ের দেড় ঘন্টা আগে উঠে পড়ুন। আধা ঘন্টার মধ্যে বাহ্যক্রিয়া সম্পন্ন করুন। হাতে, পায়ে, চোখে, মুখে ভালো করে জলের ছিটে দিন। এর পর একটা নির্দিষ্ট কম্বলের আসনে মেরুদণ্ড সোজা করে বসুন, নিচে না বসতে পারলে চেয়ারে বসুন। চেয়ারে কম্বল বিছিয়ে নিন । পা-টা মাটিতে না রেখে কম্বল বা কাঠের উপরে রাখুন। সূর্যোদয়ের ঠিক একঘন্টা আগে থেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। অর্থাৎ সূর্যোদয়ের আগে মহামৃত্যুঞ্জয় পাঠ শেষ করুন।পাঁচ/দশ মিনিট চুপচাপ বসে থাকুন। এরপর আবার একঘন্টা গায়েত্রী মন্ত্র অর্থাৎ সূর্যোদয়ের থেকে একঘন্টা গায়েত্রী মন্ত্র পাঠ করুন। এটি আপনি মাত্র সাতদিন করুন। সোমবার থেকে শুরু করুন। রোববার অবধি করুন। তারপর আপনার অভিজ্ঞতা এখানে লিখে জানান।
No comments:
Post a Comment